মা করিনা অসুস্থ থাকায় দিদি সারার কাছেই জন্মদিন পালন তৈমুরের

তৈমুরের সঙ্গে সারার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু হঠাৎই কেন এই ফটো ঘিরে উত্তেজনা তুঙ্গে? কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল তৈমুরের ৫ বছরের জন্মদিনে উপস্থিত নেই মা কারিনা কাপুর খান।

করোনার জেরে নিজেকে স্বেচ্ছায় গৃহবন্দি করতে বাধ্য তিনি। যে কারণে আদরের টিম টিম এর যথেষ্টই মন খারাপ আর সেই মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মায়ের অনুপস্থিতিতে আজকের এই বিশেষ দিনটি ভাবাই যায় না, কিন্তু মন খারাপ কে ভুলিয়ে দিয়েছে তার বড়দিদি সারা আলি খান। একমাত্র ভাইয়ের জন্মদিনে তার পছন্দের চকলেট কেক আনতে ভোলেননি তিনি, এবং একই ফ্রেমে ধরা পড়েছেন বাবা সাইফ আলি খান, সারা এবং তৈমুর।

পরম মমতায় ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল এদিন সারাকে। ভাইয়ের হয়ে যদিও তিনিই কেক কেটেছেন, কারণ ছোট্ট তৈমুরের হাতে ছুড়ি দিতে ভরসা হয়নি তাঁর। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন বাবা সাইফ আলি খান এবং তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়েও দিয়েছেন। সেই ফটো দেয়া মাত্রই ভাইরাল হয়ে যায় এবং তার সাথে অনুরাগীরা তৈমুরের জন্মদিনে তাঁকে অসংখ্য শুভেচ্ছা আশীর্বাদও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button