শ্রাবন্তীর বোন তার চেয়ে বেশি সুন্দরী, তিনিও জনপ্রিয় একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, কে জানলে চমকে যাবেন

দর্শকেরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে একজন নায়িকা হিসেবে চেনেন। আর অন্যজনকে প্রায় অনেকেই চেনেন না বললেই চলে। প্রায় একইরকম মুখের আদল এবং একইরকম বাচনভঙ্গি। তিনি হলেন স্মিতা চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নিজের দিদি।শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং স্মিতা চট্টোপাধ্যায় দুই বোন ই টলিউডের প্রতিষ্টিত অভিনেত্রী। স্মিতা চট্টোপাধ্যায় ক্রোধ,100%লাভ, তিনকন্যা, পথের শেষ কোথায় সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়া মৌচাক নামক ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। অন্যদিকে , শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের বিখ্যাত নায়িকাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন। তিনি বহু ভালো ভালো ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার সুপারহিট মুভি গুলির মধ্যে দুজনে, ফান্দে পড়িয়া বগা কান্দেরে , জোশ, দিওয়ানা,বিন্দাস সহ অনেক মুভিতে অভিনয় করেছেন।
দুই বোনের মধ্যে যেমন চেহারার মিল আছে তেমনি মনের ও মিল আছে। দুজনেই সময় পেলে একসাথে বসে আড্ডা দেন এবং দুজবের খুনসুটির কিছু ছবি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন।স্মিতা চট্টোপাধ্যায় স্টার জলসায় প্রদর্শিত মৌচাক সিরিয়ালে বেশ বড় একটি চরিত্রে অভিনয় করেছেন। সেই কাজের কথা শুনে শপথ ছবির প্রযোজক ময়ূখ চট্টপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন এবং জানা যায় যে, প্রযোজক ময়ূখ চট্টোপাধ্যায় দুই বোনের চেহারার মিল দেখে বিস্মিত হয়েছিলেন।
বোনের কাছে কেমন প্রেরণা পেয়েছিলেন ছবি করার আগে?এই প্রশ্নের জবাবে স্মিতা চট্টোপাধ্যায় বলেছিলেন ছোটো বেলা থেকেই তিনি নাচের প্রতি আগ্রহী ছিলেন। তার বোন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছিলেন এত ভালো নাচ করিস এবং এত ভালো এক্সপ্রেশন তাও অভিনয় করবি না? তিনি তার ছোট বোনের এই প্রেরণাকে মনে রেখে শুটিং এর ফ্লোরে যান।
এছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর পরিবারের প্রত্যেকেই অভিনয়ে পারদর্শী। সেটাও স্মিতা চট্টোপাধ্যায় এর কাছে বিশাল বড় প্রেরণা। শিক্ষাগত দিক থেকে দেখতে গেলে স্মিতা চট্টোপাধ্যায় গ্রাজুয়েশন শেষ করে ইনফরমেশন টেকনোলোজি নিয়ে কোর্স করেছেন। তিনি পড়াশোনার প্রতি যেমন আগ্রহী ছিলেন তেমনি অভিনয়ের প্রতিও উৎসাহিত ছিলেন।