অদ্ভুত সাজে রানু মন্ডল এর গান গেয়ে ভাইরাল হিমেশ রেশিমিয়ার এই গায়িকা

এক অদ্ভুত চেহারায় ক্যামেরার সামনে এসে উপস্থিত আবারো সেই রানু মন্ডল। অদ্ভুত এক সাজে উপস্থিত তিনি, চোখে কাজল, মুখে একগাদা পাউডার লেপেছেন, ঠোঁটের লিপস্টিক সবটাই তার যথাযথ স্থানে নেই। সবটাই মাখামাখির মত অবস্থা, কপালে একটি বড় টিপ এই অবস্থাতেই সকল ভক্তদের গান শোনাতে উপস্থিত রানু মন্ডল। পরনে সবুজ রঙের নাইটি, তার গান শোনা ছেড়ে, তার এই সমস্ত বেশভূষা নিয়েই যথেষ্ট ট্রোল হয়েছেন তিনি।

ইতিমধ্যেই তা নিয়েই হাসাহাসি শুরু হয়েছে।রানাঘাটের রেলস্টেশনের সেই রানু মন্ডল যার জীবিকা ছিল গান শুনিয়ে টাকা রোজগার করা, তা থেকেই রাতারাতি বদলে যায় তার জীবন। শুধুমাত্র সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র হাত ধরে তিনি পৌঁছে যান মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে।

এক নিমিষে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছেন তিনি, যদিও তিনি বেশ কিছুদিন ক্যামেরার অন্তরালেই ছিলেন। তাঁর খোঁজখবর বিশেষ পাওয়া যায়নি, তবে বিভিন্ন রকম মিম ভিডিও তাকে নিয়ে সেই সময় বানানো হয়েছে, যা হাসির খোরাক জুগিয়েছে আপামর মানুষকে। সেসব সবাই উপভোগও করেছেন, তাই হঠাৎই আবার হাজির লতা কন্ঠী গায়িকা আর তেমন চমকও দিয়েছেন।

যা দেখে সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক প্রেমীরা হতবাক হয়ে গেছেন, এবারও তিনি লতা কন্ঠে গান শোনালেন এবং তাঁর দর্শকদের মনমুগ্ধ করলেন, যা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয়ে গেছে। তবে এবারে তাঁর গানের ভিডিও থেকে তার পোশাক পরিচ্ছদের দিকেই সবার চোখ টেনেছে এবং তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। বহু দর্শক নানান রকম কমেন্ট করছেন, কারোর কাছে হাসির খোরাক তো কারো কাছে অন্যরকম, বিপক্ষেও আছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button