লাইভে এসে রচনা ব্যানার্জি কাঁদতে কাঁদতে শেয়ার করলেন কাছের মানুষকে হারানোর যন্ত্রণা, ভিডিও দেখে আবেগ ঘন নেটিজনেরা

আমাদের প্রিয় অভিনেত্রীর এমন ভিডিও দেখে হতবাক সবাই!! সম্প্রতি আমাদের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে যেখানে তাকে দুঃখ প্রকাশ করতে এবং কাঁদতে পর্যন্ত দেখা যাচ্ছে। এ ধরনের ভিডিও দেখে তাঁর ভক্তরা যথেষ্টই দুঃখিত, যদিও আমরা জানি সদ্য তার পিতৃবিয়োগ হয়েছে, তাঁর প্রতি সবাই সমবেদনাও জানিয়েছেন।

তাঁকে তার ভক্তরা সাহস এবং শক্তিও যুগিয়েছেন, তবে রচনা ব্যানার্জি হঠাৎ করেই বাংলা সিনেমা জগতে এত জনপ্রিয় হয়ে ওঠেননি, তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি, তাঁর প্রথম সিনেমা সূর্যোবংশম, বিগ বির বিপরীতে অভিনয় করেছেন তিনি, তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার সাথে সাথেই নিজের নামটাও বদলে ফেলেছিলেন, ঝুমঝুম ব্যানার্জি থেকে হয়ে ওঠলেন রচনা ব্যানার্জি।

আর আজকে তিনি জনপ্রিয় দিদি নাম্বার ওয়ানের প্রিয় সঞ্চালিকা, যাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ। বেশ কিছুদিন তাকে দেখা যায়নি দিদি নম্বর ওয়ানে, তাঁর জায়গায় অভিনয় করছিলেন জি বাংলা রান্নাঘর খ্যাত সুদিপাকে। তিনি এত জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়া যথেষ্ট একটিভ থাকেন। প্রায়ই তার ভক্তদের উদ্দেশ্যে তিনি ভিডিও আপলোড করেন।

সম্প্রতি কয়েকটি গানের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী , দিবানা সিনেমার জানে জানা দিবানা গান গাইছেন তিনি, মুহূর্তে প্রায় কয়েক লক্ষ মানুষ তা দেখেছেন এবং যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছেন। আরো কিছুদিন আগে রচনা ব্যানার্জিকে দেখা গিয়েছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু এর জনপ্রিয় গান. হুপ হাপ গানে নাচতে, তিনি বিভিন্ন সময় নানান ধরনের ভিডিও আপলোড করে থাকেন এবং দর্শকদের প্রশংসাও পান। তবে যত দিন যাচ্ছে রচনা ব্যানার্জীর গ্ল্যামার ততোই বাড়ছে , যার জেরে আট থেকে আশি প্রত্যেকেই তার দিবানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button