আবারো একসাথে কাঞ্চন পিংকি অন স্ক্রিনে, রইলো বনি সিনেমার ট্রেলার

এ বছর পুজোয় সকলকে চমক দিতে আসছে”বনি”। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞান উপন্যাস অবলম্বনে রচিত এই সিনেমা। হেমলক সোসাইটির ফর আর একবার জুটি বাঁধতে চলেছেন পরমব্রত এবং কোয়েল মল্লিক। ছবির পরিচালনার পাশাপাশি সুরিন্দর ফিল্মসের সঙ্গে সহ প্রযোজনাও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

গতকাল ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে, যেখানে পরমব্রত এবং কোয়েল মল্লিক ছাড়াও দেখা গেছে আরও দুই জনকে। যাদের দেখে সকলে এক কথায় চমকে গেছেন। সিনেমায় অন্য এক দম্পতির ভূমিকায় অভিনয় করবেন কাঞ্চন মল্লিক এবং পিংকি বন্দ্যোপাধ্যায়। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এইভাবে দম্পতির চরিত্রে অভিনয় করা যে রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার, তা বলাই বাহুল্য।

কাহিনী অনুযায়ী, বাঙালি দম্পতি সব্যসাচী এবং প্রতিভা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত এবং কোয়েল মল্লিক। তাদের একমাত্র শিশু জন্মের পর থেকেই অস্বাভাবিক আচরণ করে। বৈজ্ঞানিক ভাষায় সে “বিস্ময়শিশু” হয়ে জন্মেছে। সমান্তরালে রয়েছে আরও এক দম্পতি, যারা কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের মানুষ। চোরা বাজার থেকে একটি অকেজো যন্ত্রমানব কিনে আনার পর থেকেই শুরু হয়ে যায় অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা। কয়েক হাজার মাইল দূরে ওই অদ্ভুত শিশু এবং এই রোবটের মধ্যে কি যোগাসূত্র রয়েছে, তা জানতে গেলে আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

কাঞ্চন মল্লিক আপাতত ব্যস্ত সায়ন্তন ঘোষালের হীরক গড়ের হিরে,নামক ছবির কাজ নিয়ে। “বনি” সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কাঞ্চন মল্লিক সংবাদমাধ্যমের সামনে জানান, পরমব্রতর পরিচালনায় এই বিশেষ চরিত্র করতে পেরে আমি ভীষণভাবে খুশি। চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও এর বেশি কিছু বললে ছবির আকর্ষন কমে যাবে। তবে স্ত্রীর ব্যাপারটি ভীষণ ভাবে এড়িয়ে চলেন কাঞ্চন মল্লিক। পিংকি বন্দ্যোপাধ্যায় ১০ অক্টোবর প্রিমিয়ারে আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “কে কিভাবে আসবেন তা তো বলতে পারব না। পঞ্চমীতে ছবিটি মুক্তি পাচ্ছে। কাজের চাপ না থাকলে অবশ্যই আমি আসবো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button