সদ্য মুক্তি পাওয়া আতরঙ্গী ছবিতে ২৮ বছরের বড়ো বয়সে অক্ষয়ের সাথে কাজ করে সমালোচক দের সারা আলী দিলেন এই জবাব

সদ্য মুক্তি পেয়েছে আতরঙ্গি রে, যাকে ঘিরে উত্তেজনাও তুঙ্গে ছিলো। গত ২৪শে ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনিতে হটস্টারে মুক্তি পেয়েছে ছবিটি।এই সিনেমাতে অভিনয় করেছেন সারা আলি খান, অক্ষয় কুমার এবং ধনুশ। মজাদার ত্রিকোণ প্রেমের একটি কাহিনী হাজির হতে চলেছে দর্শকের সামনে। এই সিনেমার পরিচালক হলেন আনন্দ এল রায়। তবে শুধু এই সিনেমাটি কে নিয়ে একটি চর্চা শুরু হয়েছে কারণ।
২৮ বছরের বড় অক্ষয়ের সঙ্গে সারার জুটি যা দর্শকদের নজরে একদম বেমানান, যদিও অক্ষয় কুমারকে এই সিনেমাতে একটি অতিথিশিল্পী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।এছাড়াও ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকা রয়েছেন সারা আলি খান। অন্যদিকে সাজাদের চরিত্র অক্ষয় কুমার যিনি সারার প্রেমিক এবং স্বামী বিষ্ণুর ভূমিকায় অভিনয় করছেন ধনুশ। তবে দর্শকদের মনে প্রশ্ন ২৬ বছর বয়সি থেকে প্রায় ১২ বছরের বড় দক্ষিণী অভিনেতা ধনুশ, অন্যদিকে সারার থেকে ২৮ বছরের বেশি বয়সের ফারাক রয়েছে অক্ষয় কুমারের।আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।
তবে এই নিয়ে সারার বক্তব্য তার দিব্যি লাগছে, কারন মানুষেরই আগ্রহ কৌতুহলই বিক্রি হয় এবং তারা কেউই এ বিষয়ে কোন মুখ খোলেননি। উল্টে বলেছেন জবাবটা পাওয়ার জন্য গত ২৪ শে ডিসেম্বর চোখ রয়েছে।এত বিতর্কের মাঝে ছবির পরিচালক দর্শকদের উদ্দেশে একটি কথাই বলেন আগে সিনেমাটি দেখুক দর্শক, তারপর তাঁরা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
অবশ্যই তারা দর্শকদের মতামত জানবেন তবে এখনই নয়, তার জন্য ধৈর্য্য ধরতে হবে দর্শকদের, তবে 40 কোটি বাজেটের এই সিনেমা বক্স অফিসে এর মধ্যে 100 কোটি ব্যাবসা করে নিয়েছে, তাই বলার অপেক্ষা রাখে না যে এই ছবি মানুষের মনে কতটা সারা ফেলেছে। তাই সমস্ত তর্কবিতর্কের বেড়াজাল টপকে এই ছবির গত তিনদিনের বক্স অফিস কালেকশন 100 কোটি টাকা আয়।