
বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রাম: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. আনোয়ারকে (৪০) গ্রেপ্তার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ ইউনিট।
শনিবার (১ নভেম্বর) বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২ নভেম্বর) আদালতে হাজির করা হলে তিনি বাবাকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
নিহত মীর মজিবুর রহমান খান (৭০), নগরের কোতোয়ালী থানার বাসিন্দা ছিলেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ২০২৪ সালের ৭ জুন সকালে তাঁকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মেয়ে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করলে আদালতের নির্দেশে পিবিআই মামলার তদন্তভার নেয়। পরবর্তী তদন্তে হত্যার ঘটনার প্রমাণ পেয়ে ছেলে আনোয়ারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ার স্বীকার করেছেন, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই তিনি নিজের বাবা মীর মজিবুর রহমান খানকে হত্যা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, আনোয়ারসহ কয়েকজন আসামি পূর্বপরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে ভিকটিম মীর মজিবুর রহমান খানকে অপহরণ করে নিয়ে যান। পরে বাসায় নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অজ্ঞান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গুমের চেষ্টা করা হয়।