1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

নগরে অবৈধ পলিথিন কারখানায় অভিযান,দুই জনের কারাদণ্ড

মোঃ জসিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নগরে অবৈধ পলিথিন কারখানায় অভিযান,দুই জনের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার মিয়ানগর শাহজালাল আবাসিক এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে ২ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ অক্টোবর) সকাল এগারোটা থেকে বিকেলে চারটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় দুইটি কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের জানান, অভিযান চলাকালে অবৈধভাবে পলিথিন উৎপাদন অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুটি অবৈধ পলিথিন উৎপাদনকারী ও বিএসটিআই সিল জালিয়াত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি কারখানা সিলগালা করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জব্দ নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধভাবে পরিবেশদূষণকারী পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট