ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক বিরোধী সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত…
জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা রোজ মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫ইং বিকেল ৩ ঘিটকায় সরাইল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান সভা ।
এতে প্রধান অতিথি ছিলেন,জনাব মোঃ মোশারফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সরাইল উপজেলা। এ সময় তিনি বক্তব্যে বলেন, মাদকমুক্ত সরাইল গড়তে কাজ করছে উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন প্রশাসনের পাশাপাশি সকলকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছি।
বিশেষ অতিথি, হিসেবে ছিলেন, মোঃ রফিকুল ইসলাম উপ-পরিচালক, মা*দক*দ্রব্য নিয়*ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মেহেরুন নিছা মেহেরীন,প্রকল্প সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন।
তা ছাড়াও সভায়,উপস্থিত ছিলেন,সাবেক আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি উপদেষ্টা মোঃ আবু আসিফ আহমেদ। মৃধা আহমেদুল কামাল,অধ্যক্ষ সরাইল সরকারি কলেজ,আব্দুল জব্বার চেয়ারম্যান সরাইল সদর ইউনিয়ন পরিষদ। রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়। মোঃ আলী প্রধান শিক্ষক, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। সরাইল উপজেলা বি এন পি সভাপতি,মোহাম্মদ আনিস ঠাকুর। বিআরডিবি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা,সরাইল সমাজ সেবা অফিসার,এলাকার গণ্যমান্য মহিলা ও পুরুষ ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাওয়ার জন্য,আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন এর পক্ষ থেকে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম ভূঁইয়া ও সরাইল সমাজ সেবা কর্মকর্তা কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, মেহেরুন নিছা মেহেরীন,প্রকল্প সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন কে এবং সাবেক আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আবু আসিফ আহাম্মেদ কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন ।
আয়োজনে: আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন