1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রধান ৪ স্থানে হবে প্রতিমা বিসর্জন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই : ফারুক- ই আজম বিজয়া দশমীতে নারীদের সিঁদুর খেলা টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ২১ জন উদ্ধার মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে মা দুর্গার আরাধনা টেকনাফে পাচারের শিকার নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার চট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কক্সবাজার রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার উখিয়া সীমান্তে চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ টেকনাফে সেন্টমার্টিনের অদূরবর্তী ২টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই : ফারুক- ই আজম

মোঃ জয়নাল আবেদীন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ফারুক-ই-আজম

আনোয়ারায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেছেন, জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আগামীর প্রজন্ম শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। গতকাল বুধবার দুপুর ২টায় আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ–সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন উপদেষ্টা বাঁশখালীর সাধনপুর, নগরীর ডবলমুরিং থানাধীন গোসাইলডাঙ্গা এবং উত্তর পতেঙ্গার কাটগড়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আনোয়ারায় ফারুক–ই–আজম বলেন, ধর্ম মত নির্বিশেষে বাঙালিরা বহু বছর ধরে দুর্গোৎসব উদযাপন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি দুর্গাপূজা হলেও, এটি সমাজের সবার জন্য একটি উৎসব। এবারের দুর্গোৎসব সুন্দরভাবে শেষপর্যায়ে এসেছে। আশা করছি তা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হবে। তিনি আরো বলেন, ২৪–এর ছাত্র–জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই একসঙ্গে থাকবে। পরিদর্শন শেষে তিনি হিন্দু সমপ্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্র ও সাধারণ সম্পাদক প্রদীপ ধর।

বাঁশখালী : মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা নৌ–কমান্ডো ফারুক–ই–আজম গতকাল দুপুরে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সকলকে এক যোগে কাজ করে যেতে হবে। সকল ধর্মের মানুষের নিরাপদ ধর্ম পালনের অধিকার রয়েছে। বর্তমান সরকার সকলের নিরাপদ ধর্মীয় কার্যাদি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ সারাদেশে শান্তি পূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে।

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. কিরন্ময় চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এম হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল।

উত্তর পতেঙ্গা কাটগড় : গতকাল বেলা ১১টায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উত্তর পতেঙ্গা কাটগড় হিন্দুপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে যান উপদেষ্টা ফারুক–ই–আজম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান, উপ–পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিনুল ইসলাম, এসিল্যান্ড ফারিস্তা করিম, উত্তর পতেঙ্গা কাটগড় হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লিটন দেব, সাধারণ সম্পাদক কাজল কান্তি লোধ, রাসেল দাশ, উৎপল নন্দী, মৃদুল চৌধুরী, রনজিত দেব, নয়ন বড়ুয়া, ধনপতি দেব, সুমন পাল, পরিমল, বিপ্লব দেব, সুজন মজুমদার প্রমুখ।

গোসাইলডাঙ্গা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন গোসাইলডাঙ্গা একতা সংঘ ও তরুণ সংঘ আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই আজম বীর প্রতীক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এছাড়া নগরীর পতেঙ্গা, জে এম সেন হল, কুসুম কুমারী সিটি কর্পোরেশন স্কুল, দেওয়ানজী পুকুর পাড়, প্রবর্ত্তক মন্দির, কাতালগঞ্জসহ বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে পূজামণ্ডপ এলাকা ও আশপাশের সড়ক শৃঙ্খলা, এলাকাগুলোতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, সার্বিক আইন–শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশসহ পুণ্যার্থীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির ডিসি (পশ্চিম) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (ট্রাফিক–বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট