1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রধান ৪ স্থানে হবে প্রতিমা বিসর্জন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই : ফারুক- ই আজম বিজয়া দশমীতে নারীদের সিঁদুর খেলা টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ২১ জন উদ্ধার মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে মা দুর্গার আরাধনা টেকনাফে পাচারের শিকার নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার চট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কক্সবাজার রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার উখিয়া সীমান্তে চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ টেকনাফে সেন্টমার্টিনের অদূরবর্তী ২টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চমেকে ওয়ার্ডের বাইরের মেঝেতে স্ট্রোক রোগীর চিকিৎসা

এম কে আলম চৌধুরী
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ওয়ার্ডের বাইরের মেঝেতে স্ট্রোক রোগীর চিকিৎসা
চমেক হাসপাতাল নিউরোলজি বিভাগ । অক্সিজেন সরবরাহ দেয়া যাচ্ছে না রোগীদের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় বারান্দার মেঝেতে হচ্ছে স্ট্রোক রোগীর চিকিৎসা। এসব রোগী হাসপাতালের জরুরি মেডিকেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে না। ওয়ার্ডের মূল ফটকের বাইরে ভর্তি দেয়ার কারণে রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া গভীর রাতে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। বিশেষ করে অনেকের মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়। অপরদিকে মেঝেতে বসে মুমূর্ষু রোগীদের সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের বেগ পেতে হয়।

নিউরোলজি বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই বছর আগেও ওয়ার্ডে এই সমস্যাটি ছিল না। তখন ওয়ার্ডে অফিস চলার সময় ছাড়া রোগী ভর্তি নেয়া হতো না। গত ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিউরোলজি ওয়ার্ডে ২৪ ঘণ্টা ভর্তি কার্যক্রম শুরু হয়। এর আগে ওয়ার্ডে বেশিরভাগ রোগী আসতো মেডিসিন ওয়ার্ড থেকে রেফার হয়ে। স্ট্রোক রোগীর প্রাথমিক চিকিৎসাটা শুরু হতো মেডিসিন ওয়ার্ড থেকে। বর্তমানে হাসপাতালের ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১২০ জন রোগী ভর্তি থাকছে। ওয়ার্ডে অনুমোদিত বেড রয়েছে ৪৫টি। এরমধ্যে বেড বসানো হয়েছে ৮৩টি। বাকি রোগীদের বারান্দার মেঝেতে ভর্তি দিতে হয়।

ওয়ার্ডের চিকিৎসকরা জানান, ওয়ার্ডে বেড থাকুক, আর না থাকুক, কোনো রোগীকে ভর্তি না দেয়ার সুযোগ নেই। ফলে ওয়ার্ডের ভিতরের বেড ও মেঝে ছাড়িয়ে এখন গেটের বাইরে সিঁড়ির পাশের করিডোরেও রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। রাতের বেলায় নারী চিকিৎসকদের সেখানে রোগীদের চিকিৎসা দেয়া কিছুটা ঝুঁকিপূর্ণ। কারণ গেটে দায়িত্বরত আনসার থাকে, ওয়ার্ডের ভিতরে নিরাপত্তার জন্য। এছাড়া মেঝেতে রোগী থাকার কারণে নিয়মিত চিকিৎসা রাউন্ডে রোগীদের ফলোআপ করতেও বিশেষজ্ঞ চিকিৎসকদের বেগ পেতে হয়। এছাড়া গেটের বাইরে রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেনও দেয়া যাচ্ছে না। এটিও একটি বড় সমস্যা।

ফটিকছড়ি উপজেলা থেকে আসা স্ট্রোক রোগী হোসেন আহমদের ছেলে আনোয়ার হোসেন বলেন, গত বুধবার রাত ৩টার দিকে আমার বাবার স্ট্রোকে আক্রান্ত হলে চমেক হাসপাতালে নিয়ে আসি। সে থেকে ২৪ ঘণ্টা পার হয়ে গেছে, এখনো বাবাকে ওয়ার্ডের ভিতরে নিতে পারিনি। কারণ ওয়ার্ডের ভিতরে জায়গা নেই। এখানে ফ্যান নেই, বাথরুম নেই। এরমধ্যে মশার অসম্ভব উপদ্রব। আমরা মধ্যবিত্ত মানুষ। চাইলেও বাবাকে বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দিতে পারছি না।

চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সামী এম আদনান বলেন, স্থান সংকুলানের কারণে আমাদের সেবা দিতে বেগ পেতে হয়, এটি সত্যি। তারপরেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।

চমেক হাসপাতাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. হাসানুজ্জামান বলেন, আমাদের ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। তবে আমাদের ওয়ার্ডে স্থান সংকুলানের অভাবে অনেক রোগীকে বাইরে চিকিৎসা দিতে হচ্ছে। হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে স্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে। স্ট্রোক রোগী ছাড়াও বিভিন্ন স্নায়ুজনিত রোগীও নিয়মিত ভর্তি হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার স্ট্রোক আক্রান্ত রোগীদের জন্য একমাত্র ভরসা এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে মোট শয্যার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট