1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় হাতি তাড়ানোর ফাঁদে আটকে যুবকের মৃত্যু সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ মুশফিকুর রহিমের আত্মীয়ের মরদেহ উদ্ধার বাকলিয়ায় গ্যারেজ মালিক হত্যা : ৮ ঘণ্টার মধ্যে দুই খুনি গ্রেপ্তার নগরের খাজা রোড মাইজপাড়ায়, পানি কারখানা সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ফিরিঙ্গিবাজার মোহাম্মদীয়া বেকারিতে চসিক ম্যাজিস্ট্রেট যা দেখলেন নির্বাচনী সংবাদ সংগ্রহে নিরাপত্তা চাইলেন সাংবাদিকরা, আশ্বাস উপদেষ্টার চান্দগাঁওয়ে পরকীয়ার জেরে স্ত্রী আর প্রেমিকের হাতে স্বামী খুন চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার সেন্টমার্টিন সমুদ্রে ভাসতে থাকা ট্রলারসহ ৩ জেলে উদ্ধার যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত:উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

আনোয়ারায় হাতি তাড়ানোর ফাঁদে আটকে যুবকের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আনোয়ারায় হাতি তাড়ানোর ফাঁদে আটকে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুই জন আহত হয়েছে।

সোমবার ( ৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে জাহেদ সবার ছোট। সে পরিবারের ক্ষেত খামার দেখভাল করতো।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই শাকিল জানান, প্রতিদিনের মত আমার ভাই গরু দেখভালের জন্য বিলে আসে। এসময় সে স্থানীয় জাফর মাস্টারের ছেলের লাগানো হাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতির জন্য এ ধরণের ফাঁদ দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতির আক্রমণ থেকে রক্ষার্থে এই ধরনের ফাঁদ ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরণের কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিন পৃথক ঘটনায় বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দেওয়াল নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে। ২ ভাইয়ের মধ্যে সে ছোট।

নিহতের মামা জসিম সাওদাগর বলেন, রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতো আমার ভাগিনা। প্রতিদিনের মতো স্থানীয় একটি বাড়ির দেওয়াল নির্মাণ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লোহার পিঞ্জিরা লেগে আহত হন তিনি। পরে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বলেন, ঘটনার পর তাদের হাসপাতালে আনা হলেও এর আগে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এছাড়া বরুমচড়ার ঘটনাটি শুনেছি এঘটনায় তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট