মাদক চোরাকারবারিরা পালালেও ৩০ হাজার ইয়াবা জব্দ
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতার কেটে মাদক পাচারকালে চোরাকারবারিরা পালালেও ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীমান্তের কাটাখাল বেড়িবাধ নামক এলাকা এ অভিযান চালানো হয়।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন কাটাখাল বেড়িবাধ নামক স্থানে অবস্থান নেয় বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ানমার হতে দুইজন ব্যক্তি নাফ নদী সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করে।
এসময় বিজিবি সদস্য এগিয়ে গেলে চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় চোরাকারবারিরা পলিথিন সাদৃশ্য ১টি প্যাকেট কেওড়া বাগানের ছুড়ে ফেলে দেয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
“মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হবে।”
বিজিবি’র অধিনায়ক আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”