নিরাপত্তায় ধোঁকাবাজি- কবি গাজী মাজহারুল ইসলাম
নিরাপত্তায় ধোঁকাবাজি
গাজী মাজহারুল ইসলাম
তারিখঃ ০৪-০৯-২০২৫ইং
******************
স্বপ্ন নিয়ে বাঁচি মরি
ভালোবাসা বুকে চাই,
দেশজনতার পাশাপাশি
ফ্যাসিবাদের ফাঁসি চাই।
দেশের জন্য মনের দুয়ার
যখন তখন খোলা,
আসতে পারো যেতে পারো
আমরা তো মন ভোলা।
আশা নিয়ে ভাষা নিয়ে
মানবতায় থাকি ভাই।
যাদের লাগি জীবন বাঁধি
ভরি যাদের ঝোলা,
অভিসারে অভিলাষী
দেখছি সবার দোলা।
নিরাপত্তায় ধোঁকাবাজি
প্রশাসন আজ পুরোটাই।
জাপার তোপে প্রশাসন কী
টাষ্কি খেয়ে গেলে?
ফ্যাসিস্ট দোসর কোথা থেকে
এত্তো সাহস পেলে।
ঘৃণা ভরে সবায় ছিটায়
প্রশাসনের মুখে ছাই।