1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নগরের কোতোয়ালী রুমঘাটা আবাসিক এলাকায় ঘরে মিলল নিরাপত্তারক্ষীর লাশ দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে : শামীম আল্লামা হাফেজ আহমদুল্লাহর জানাজায় মানুষের ঢল ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি : মেয়র ড.শাহাদাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে, ৬ লেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে তাণ্ডব, এখনো মামলা হয়নি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ চকরিয়া পৌরসভা গণসংযোগ করেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী: আবদুল্লাহ আল ফারুক ধারণক্ষমতার পাঁচগুণ টিকিট বিক্রি, খেলা না হওয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ ৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি জাকারিয়া সাধারণ সম্পাদক মোর্শেদুল

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানচাপায় মা-মেয়েসহ নিহত ৩

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

 

গাজী মাজহারুল ইসলাম

 

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানচাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (১১ জুন) সকালে (নাটোর-পাবনা-কুষ্টিয়া) মহাসড়কে উপজেলার সলিমপুর ইউনিয়নে মিরকামারী মুন্নার মোড়ে তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিসুর রহমান (৫৫), সুমনা খাতুন (৩২) ও পূর্ণতা (৫)।

আর আহত ব্যক্তির হলেন মোটরসাইকেল আরোহী মফিজুল ইসলাম। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া থেকে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান পাবনা অভিমুখে আসছিল।

ট্রাকটি ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় কাভার্ডভ্যানটি তাদেরসহ এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী আনিসুরের মৃত্যু হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মা ও শিশুর মৃত্যু হয়। পরে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার করে।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, কাভার্ডভ্যানের ধাক্কার মোটরসাইকেল থাকা মা-মেয়েসহ এক পথচারী নিহত হয়েছেন। পাকশী হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের খবর দিয়েছি। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট