1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নগরের কোতোয়ালী রুমঘাটা আবাসিক এলাকায় ঘরে মিলল নিরাপত্তারক্ষীর লাশ দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে : শামীম আল্লামা হাফেজ আহমদুল্লাহর জানাজায় মানুষের ঢল ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি : মেয়র ড.শাহাদাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে, ৬ লেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে তাণ্ডব, এখনো মামলা হয়নি চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ চকরিয়া পৌরসভা গণসংযোগ করেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী: আবদুল্লাহ আল ফারুক ধারণক্ষমতার পাঁচগুণ টিকিট বিক্রি, খেলা না হওয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ

কক্সবাজার জেলা বিএনপির বহুল প্রত্যাশিত আধুনিক ভবনের স্বপ্ন বাস্তবায়নের পথে।

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

 

এম কে আলম চৌধুরী

 

কক্সবাজারে হবে বিএনপির সবচেয়ে আধুনিক নয়তলা জেলা কার্যালয়

থাকবে অঙ্গসংগঠনের অফিস, কনফারেন্স রুম ও স্বল্প খরচে আবাসন সুবিধা

অবশেষে কক্সবাজার জেলা বিএনপির বহুল প্রত্যাশিত আধুনিক ভবনের স্বপ্ন বাস্তবায়নের পথে। শহরের শহীদ সরণীতে অবস্থিত বর্তমান জেলা কার্যালয়টি ভেঙে সেখানে নির্মিত হতে যাচ্ছে নয়তলা বিশিষ্ট একটি সুদৃশ্য ভবন। শুধুমাত্র দলীয় কার্যক্রম নয়—এ ভবন হয়ে উঠবে বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা ও সাংগঠনিক প্রাণকেন্দ্র।

নতুন ভবনে জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য নির্দিষ্ট অফিস কক্ষ বরাদ্দ থাকবে। থাকবে একটি আধুনিক সম্মেলন কক্ষ, পাঠাগার, তথ্যকেন্দ্র ও অভ্যর্থনা লবি। পাশাপাশি, দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মীদের জন্য থাকবে স্বল্প খরচে আবাসনের সুবিধা, যা ভবনটিকে একটি পূর্ণাঙ্গ দলীয় কমপ্লেক্সে রূপ দেবে।
জানা গেছে, ভবনের নকশা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘সিলভার ব্রিকস’ নামে একটি স্থাপত্য প্রতিষ্ঠান নকশাটি প্রণয়ন করেছে এবং ‘ক্রিয়েটিভ ডিজাইন’ ইতোমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন করেছে। এখন সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ।

এ ব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের জন্য নয় তলা বিশিষ্ট জেলা কার্যালয়টি নির্মিত হবে। যেখানে থাকবে সংগঠন ও নেকার্মীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা। এটি কক্সবাজারে বিএনপি পরিবারের জন্য ঐতিহাসিক উপহার, যার স্বপ্নদ্রষ্টা জননেতা সালাহ উদ্দিন আহমেদ। জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‘আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবন হবে কক্সবাজার জেলা বিএনপির ইতিহাসে একটি মাইলফলক। এটি বাস্তবায়িত হলে নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।’

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘বিএনপির ৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের মধ্যে সবচেয়ে আধুনিক দলীয় কার্যালয় হতে যাচ্ছে এটি। নির্মাণ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।’
তিনি আরও জানান, ভবনটি নির্মিত হবে সম্পূর্ণ দলীয় অর্থায়নে এবং ব্যয় প্রাক্কলন প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ভবনটি নির্মিত হবে মোট ৮ শতাংশ জমির ওপর। নিচতলায় থাকবে গাড়ি পার্কিং, ওয়াশরুম এবং লিফট। প্রথম তলায় থাকবে তথ্যকেন্দ্র ও অভ্যর্থনা লবি। দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষ এবং অন্যান্য ফ্লোরে অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়সহ থাকবে আবাসন সুবিধা।

জানা গেছে, কক্সবাজার জেলা বিএনপির বর্তমান কার্যালয়টি ২০০৩ সালে নির্মাণ করা হয়। তবে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলায় কার্যালয়টিতে আগুন দেওয়ার পাশাপাশি ভাংচুর করা হয়। পরবর্তীতে সেটি সংস্কার করে সাময়িকভাবে দলীয় কার্যক্রম চালানো হচ্ছে। তবে এবার স্থায়ী, আধুনিক এবং সংগঠনের ভবিষ্যৎ চাহিদা পূরণে সক্ষম একটি কাঠামোর ভিত্তি রচিত হতে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট