1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

আনোয়ারায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত  ২ 

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ  জয়নাল আবেদীন

 

আনোয়ারায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত  ২

চট্টগ্রাম: আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও ২ জন।

নিহতরা হলেন- বাঁশখালীর সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯)। তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা।

তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে লাবিবা কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। আহত দুইজনকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট