স্টাফ রিপোর্টার
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে আটক-৩
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ মনির উদ্দিন, এএসআই/জালাল উদ্দীন, এএসআই/মোঃ ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স সহ ইং ১ তারিখ রাতে চান্দগাঁও থানা পাঠানিয়া গোদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ডাকাত কে আটক করেন, আটককৃতরা হল।
মোঃ সাজ্জাদ (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-আরজু বেগম, সাং-বাড়াইপাড়া, হাজী নাজির আলীর বাড়ী, মান্নান ভবনের পাশে, সিরাজ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
রোমান ইসলাম রাজু (১৯), পিতা-রেজাউল করিম, মাতা-লাকী আক্তার, স্থায়ী সাং-গুনগরি ইলিশা, জলদি ইউপি, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পাঠানিয়া গোদা, আল আমিন আবাসিক, ওয়ার্ড নং-০৪, সিরাজ কম্পোনীর গ্যারেজ সংলগ্ন, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
মোঃ নাছির (২৫), পিতা-আক্তার হোসেন, মাতা-রেহেনা বেগম, স্থায়ী সাং-খেরিহর, চকিদার বাড়ী, থানা-শাহরাস্তি. জেলা-চাঁদপুর, বর্তমানে-অলংকার, হরি মন্দির, গোলাপ রহমানের কলোনী, থানা-পাহাড়তলী, জেলা চট্টগ্রাম,।
আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাকু ও নাইফসহ গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান আটককৃতদের বিরুদ্বে পেনাল কোড ধারা-৩৯৯/৪০২ মামলা রুজু করা হয়েছে,।