1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

কোরআনের শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়, জামায়াতের ইফতার মাহফিলে : মোঃ শাহজাহান

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

 

মনছুরুল ইসলাম চৌধুরী

কোরআনের শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়,
জামায়াতের ইফতার মাহফিলে : মোঃ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর ধরে মানুষের গড়া আদর্শের বিভিন্ন দলের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। দেশের মানুষকে তারা শান্তি দিতে পারে নাই। ফাইনাল কথা হচ্ছে কোরআন ছাড়া অন্য কোন শাসন দিয়ে মানবতার শান্তি, মুক্তি সম্ভব হতে পারে না। এই কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহর রাসুল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি। এটি আমাদের ঈমানি দায়িত্ব। দেশকে সকলের জন্য কল্যাণকর, রাষ্ট্রে পরিণত করতে হবে। বাংলাদেশকে আর কোন দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।
বুধবার (১২ মার্চ) কোটবাজারের একটি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে উখিয়া উপজেলা জামায়াত আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এ কথা বলেন।
জামায়াত কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি- দুঃশাসনমুক্ত করার লক্ষ্যে প্রাণবন্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, যাঁরা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্টের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদের রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে উপজেলা সক্রেটারি সোলতান আহমেদ ও আব্দুর রহিমের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জেলা জামাতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোছাইন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের উখিয়া উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর রফিক, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর রফিক উল্লাহ, রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ, কে, এম আবুল হাসান আলী, মাওলানা রিদুয়ানুল কাদির প্রমুখ।

ইফতার মাহফিলে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট