1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার ছাত্রলীগ নেতা,সিএমপি বাকলিয়ায় গ্রেফতার সেন্টমার্টিনের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত,ছাত্ররা সমাজে ক্রমশ নীতি-নৈতিকতাহীন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, সাংবাদিক জাহাঙ্গীর আলম কোভিড পরীক্ষার ভুল রিপোর্টের অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা জামালপুরে এনসিপির ৩০ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা আটক নগরে র‌্যাব -৭ এর অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক কারবারি আটক কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি: মেয়র শাহাদাত চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে আটক- ৬  চট্টগ্রাম বাকলিয়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তার

যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও মানববন্ধন

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

 

 

এম কে আলম চৌধুরী

দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চিহ্নিত অস্ত্রধারী ও মাদক কারবারি ওসামা গংদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিনে টেকনাফেও পৃথকভাবে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কক্সবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম. ইকবাল বাহার যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবী,সাংবাদিক ইয়ান।

এতে উপস্থিত ছিলেন,দ্যা ডেইলি স্টারের মোকাম্মেল শুভ, আমার বার্তার ইমাম খাইর, বাংলা টিভির আমিনুল ইসলাম, দীপ্ত টিভির হারুনর রশীদ, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নাজিম উদ্দীন, বাংলাদেশ বুলেটিনের রাশেদুল ইসলাম, সমুদ্র কণ্ঠের মহী উদ্দীন মাহী, ইত্তেফাকের আব্দু রশিদ, যুগান্তরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, সাংবাদিক এম.এইচ. আরমান, গণসংযোগের সিরাজুল ইসলাম, আপন কণ্ঠের আলা উদ্দিন আলো, নিউজ ভিশনের ইয়াছিন আরাফাত, অন্তর দে বিশাল, মাহাবুব আলম মিনার, সোহেল রানা, আব্দু রহমান হাশেমী ও শিবলী সাঈদি।

বক্তারা বলেন, চিহ্নিত অস্ত্রধারী ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।

গত সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের ঝিমংখালী এলাকায় সাংবাদিক আবুল কাশেমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। চিহ্নিত সন্ত্রাসী ওসামা (ওরফে বর্মাইয়া ওসামা), ইউনুস, আব্দুল্লাহসহ ১০-১২ জন এই হামলায় অংশ নেয়।

হামলায় সাংবাদিক কাশেমের বাম হাতে গুরুতর আঘাত লাগে। তিনি জানান, সন্ত্রাসীরা কিছুদিন আগে থেকেই তাকে হুমকি দিচ্ছিল। হামলার সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ আলমগীর জানান, মাছের ঘের থেকে ফেরার পথে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট