1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ১৫ মাস না যেতেই বাঁকখালী নদীতে আবার দখল,উচ্ছেদে কঠোর প্রশাসন শারদীয় ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযানে, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার চট্টগ্রামে ১৬ আসনের ৮৬ ভোটকেন্দ্র নিয়ে আপত্তি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈঠকখানা পুনর্নির্মাণ মাতামুহুরি নদীতে ডুবে চবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে মাছ-মাংসের দাম ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর টেকনাফের পাহাড়ে পাচার চক্রের আস্তানা থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

 

আব্দুর রহমান ওমরখাঁ

বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল।

সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একই স্থানে উপজেলা বিএনপির সম্মেলনবিরোধী অপর পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

এরই মধ্যে গত সোমবার উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সম্মেলন বিরোধীপক্ষ সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও রফিক শিকদারের পক্ষের লোকজনের সঙ্গে অপরপক্ষ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয় এবং বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনড় থাকে। এ অবস্থায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
গত ২৩ অক্টোবর বাঞ্ছারামপুর, কসবা, আখাউড়া উপজেলা ও পৌর এবং সদর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এই চার উপজেলায়ই বিএনপির একাধিক পক্ষ রয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ সময় উল্লিখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না। এছাড়া জনসাধারণের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি, র‍্যাব উপ পুলিশ দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট