
ঈদগাঁওয়ে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
থানা সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক ঈদগাঁও থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন এবং এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।