
চট্টগ্রামে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা নিয়ে তিনজন আটক..
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে চান্দগাঁও থানাধীন আরাকান রোডের চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হল- মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন।
র্যাব জানায়- জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।।