মনোনয়ন নিয়ে গুজব, বিভ্রান্ত না হতে আহ্বান বিএনপির
চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ছয়টি সংসস্টাফদীয় আসনে দলীয় মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ঈদ্রিস মিয়া বলেছেন, বিএনপির পক্ষ থেকে এখনো চট্টগ্রাম দক্ষিণ জেলার কোনো আসনে কাউকেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিন ধরে ফেসবুক ও অনলাইন মাধ্যমে কেউ কেউ নিজেদের বা অন্য কারও নাম বিএনপির প্রার্থী হিসেবে প্রচার করছে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী যাচাই–বাছাই প্রক্রিয়া শুরু করেছেন। চূড়ান্ত তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
তখনই জানা যাবে কে মনোনয়ন পাচ্ছেন। সব নেতাকর্মীকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।