1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

খুলশীতে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭, মালামাল উদ্ধার

মোঃ জসিম উদ্দিন চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

খুলশীতে সাংবাদিক পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭, মালামাল উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকারসহ সকল মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল- আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। এসময় ডাকাতদল বাসার দুইজন মহিলসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে।

ডাকাত দল বাদীর বাসা থেকে ১টি টয়োটা করলাক্রস হাইব্রিড ২০২২ মডেল নতুন প্রাইভেট কার; যার মূল্য ৪৫ লক্ষ টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১১ অক্টোবর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর-দক্ষিণ) এর নিকট দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই মোঃ মহিউদ্দিন রাজুর উপর দেন।

ডিবির এসআই মো. মহিউদ্দিন রাজু জানান, গত বুধবার নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস হাইব্রিড নতুন গাড়ি ও টাকাসহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট