আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার
চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. সাকিব প্রকাশ শাকিল, মোহাম্মদ নেছার, মো. সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু, মো. হাবিব ও মো. রাজীব চৌধুরী।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—একটি এলজি, একটি তাজা কার্তুজ, একটি পাইপগান সদৃশ অস্ত্র, একটি লোহার দেশীয় অস্ত্র, দুটি জম্বি ব্যাট, একটি বেসবল ব্যাট, একটি তলোয়ার, পাঁচটি বড় রামদা ও একটি কুড়াল। ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।