সিএমপির চার থানার ওসি পদে রদবদল
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফকে সিটিএসবির পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। পরিদর্শক মো. জাহেদুল ইসলামকে কর্ণফুলী থানা ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামানকে ওসি ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে পাহাড়তলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে