1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে ১০ আহত ঢামেকে

আলাউদ্দিন- বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে ১০ আহত ঢামেকে

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসপাতাল পুলিশ বলছে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়। আহতরা হলেন, সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ,হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।

আহত আতিকুল গাজী জানান, তার বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের অনুষ্ঠানে তারা মানিক মিয়া এভিনিউতে এসেছিলেন।

সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হন তারা।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আমি ডান হাতে গুলিবিদ্ধ হই। পরবর্তীতে পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার করে আমার হাতটি কেটে ফেলে। তার পরবর্তীতে ব্র্যাক আমাকে একটি কৃত্রিম হাত লাগিয়ে দেয়। এ হাত এখন আমি ব্যবহার করি। আজকে এ প্রতিবাদ জানাতে সংসদ ভবন এলাকাতে এসে, অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ বাহিনী আমাদের জুলাইযোদ্ধাদের ওপর আক্রমণ চালায়। জুলাইয়ে যেই জায়গাতে গুলি খেয়েছি, আজকে আবার সেই জায়গায় আঘাত করে তারা আমার কৃত্রিম হাতটা ভেঙে দিয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। তবে আহতদের সংখ্যা ধাপে ধাপে বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট