মিরপুরে অগ্নিকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুরে কেমিকাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা রকম সবকিছুই তদন্ত করে বের করার চেষ্টা করবে।