অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা: দুইজন গ্রেপ্তার, মূলহোতা জেলহাজতে
চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আনোয়ারার বরুমচড়া এলাকার বাসিন্দা রমজান আলী ওরফে আক্কর (৩৭) এবং মো. হারুন (৪২)।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোরচক্রের সদস্য সাইফুল ভাড়ার কথা বলে সাজ্জাদকে বরুমচড়া কানু মাঝির হাট এলাকায় নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে আগে থেকেই অবস্থান নেয় রমজান আলী ওরফে আক্কর, হারুন, সুমন ও আশরাফ।
রাত পৌনে ৮টার দিকে তারা সাজ্জাদকে ফিশারির খামারে নিয়ে মুখ বেঁধে জবাই করে হত্যা করে এবং মরদেহ পানিতে ফেলে দিয়ে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। গত ১৬ সেপ্টেম্বর স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পিতা নাছির ড্রাইভার পরদিন আনোয়ারা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার মামলায় তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আনোয়ারা থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। মামলার মূলহোতা মো. সাইফুল বর্তমানে অন্য এক মামলায় চন্দনাইশ থানায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।