1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রধান ৪ স্থানে হবে প্রতিমা বিসর্জন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই : ফারুক- ই আজম বিজয়া দশমীতে নারীদের সিঁদুর খেলা টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ২১ জন উদ্ধার মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে মা দুর্গার আরাধনা টেকনাফে পাচারের শিকার নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার চট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কক্সবাজার রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার উখিয়া সীমান্তে চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ টেকনাফে সেন্টমার্টিনের অদূরবর্তী ২টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বিনামূল্যে টাইফয়েডের টিকা নেওয়ার আহ্বান: মেয়র ডাঃ শাহাদাত

এম কে আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিনামূল্যে টাইফয়েডের টিকা নেওয়ার আহ্বান: মেয়র ডাঃ শাহাদাত

চট্টগ্রাম: চসিকের আওতাধীন ৭টি জোনে ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড রোগের বিনামূল্যে টিকাদান কার্যক্রম। যার মাধ্যমে নয় মাস থেকে ১৫ বছর বয়সী নগরের প্রায় ৮ লাখ ২৭ হাজার ৯৫১ শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি সংক্রান্ত এক সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাগ্রহণ।

তাই নগরের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকাগ্রহণ করে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা চাই, চট্টগ্রাম নগরী হোক টাইফয়েডমুক্ত নিরাপদ নগরী।
মেয়র বলেন, সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এই মহৎ উদ্যোগ নিয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৫৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭৮৩টি আউটরিচ সাইটে টিকাদান কর্মসূচি চলবে।

এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩১ হাজার ১৬৭ এবং স্কুলবহির্ভূত কমিউনিটিতে ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। সব স্থায়ী ও অস্থায়ী টিকাদানকেন্দ্রের মাধ্যমে জাতীয় এই ক্যাম্পেইন সফল করতে প্রথম দুই সপ্তাহ স্কুল পর্যায়ে এবং পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রম পরিচালনায় থাকবেন স্কুল ক্যাম্পেইনে ভ্যাকসিনেটর ৪২০ জন, কমিউনিটি ক্যাম্পেইনে ভ্যাকসিনেটর ২১৫ জন, স্কুল ও কমিউনিটি ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক ৬২৫ জন করে, টিম সংখ্যা স্কুলে ২০৫, কমিউনিটিতে ২০৫, সুপারভাইজার প্রথম স্তরে ৮২ জন, দ্বিতীয় স্তরে ১১ জন।

মেয়র বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি সফল করতে হবে। নগরের প্রতিটি অভিভাবককে অনুরোধ করছি, অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। ইতোমধ্যে ২ লক্ষাধিক শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

টাইফয়েড শুধু স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই কমিউনিটি পর্যায়েও আমরা টিকাদান চালাবো, যেন কোনো শিশু বাদ না যায়।

মেয়র চসিক স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়েছেন যেন টিকাদান কার্যক্রমে পর্যাপ্ত প্রচার, মনিটরিং ও রেকর্ড সংরক্ষণ নিশ্চিত হয় এবং প্রতিটি ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করা হয়।

সভায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানাসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট