1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রধান ৪ স্থানে হবে প্রতিমা বিসর্জন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই : ফারুক- ই আজম বিজয়া দশমীতে নারীদের সিঁদুর খেলা টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ২১ জন উদ্ধার মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে মা দুর্গার আরাধনা টেকনাফে পাচারের শিকার নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার চট্টগ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কক্সবাজার রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার উখিয়া সীমান্তে চোরাকারবারি খালে ঝাঁপ দিলেও সীমান্তে ৮০ হাজার ইয়াবা জব্দ টেকনাফে সেন্টমার্টিনের অদূরবর্তী ২টি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজাআজর রুটে চলবে বিশেষ ট্রেন

এম কে আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

আজ থেকে চট্টগ্রাম-কক্সবাজাআজর রুটে চলবে বিশেষ ট্রেন

চট্টগ্রাম: শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন বন্ধে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’। এছাড়া যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম-ঢাকা রুটেও বিশেষ ট্রেন চলবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’। চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

চট্টগ্রাম থেকে পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্ম সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে আজ থেকে স্পেশাল ট্রেন যাত্রা করবে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট