ঈদগাঁওয়ে ডাকাতি-অপহরণ নির্মূলে পাহাড়ি বনে পুলিশের চিরুনি অভিযান: নবাগত ওসির নেতৃত্বে নিরাপত্তা জোরদার
ঈদগাঁও, কক্সবাজার: ঈদগাঁও ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণের মতো অপরাধ নির্মূলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ডিবি পুলিশ, উখিয়া থানা, রামু থানা ফেকুয়া থানা এবং জেলার পুলিশ প্রশাসনসহ আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকালে এ চিরুনি অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে ঈদগাঁওর বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে ডাকাত ও অপহরণকারী চক্রের সদস্যরা আস্তানা গেড়েছিল। এসব চক্রের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দায়িত্ব গ্রহণের পরপরই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি ফরিদা ইয়াছমিন এই বিশেষ অভিযানের নির্দেশ দেন।
অভিযানের সময় পুলিশ সদস্যরা কাঁধে অস্ত্র নিয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে এগিয়ে যান। অপরাধীদের সম্ভাব্য আস্তানাগুলো লক্ষ্য করে তারা ব্যাপক তল্লাশি চালান। এই অভিযানে পুলিশ সদস্যরা পাহাড়ের গভীরে প্রবেশ করে অপরাধী চক্রগুলোকে হতচকিত করে দেন। এ বিষয়ে ওসি ফরিদা ইয়াছমিন বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ঈদকে সামনে রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছি। যারা এই এলাকায় মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই কঠোর পদক্ষেপের ফলে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধী চক্রগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযান এলাকার অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।