চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ৬ লেনের দাবিতে ঈদগাঁও উপজেলা বিএনপির মানববন্ধন,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে ঈদগাঁও বাস স্টেশনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ, ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
মহাসড়কটি প্রায়শই দুর্ঘটনার কারণে ‘মৃত্যুপুরী’ হিসেবে পরিচিত। এই বাস্তবতাকে সামনে রেখে, বক্তারা দ্রুত এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। আবুল কালাম তার বক্তব্যে বলেন, “এই মহাসড়ক এখন জনদুর্ভোগ ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার জন্য ৬ লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি।”
মানববন্ধনে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, এই প্রকল্পটি শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই ৬ লেন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাছে আমাদের জোর দাবি, যেন দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়।”