মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ গ্রেপ্তার
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে আদাবর ও মোহাম্মদপুর থানা পুলিশ।
তালেবুর রহমান বলেন, আদাবর থানা এলাকায় চালানো অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন—শহিদুজ্জামান ওয়ারেসি সুজন (৪৬), ওসমান গনি (২৪), আবু বক্কর সজীব (২২), মো. ওলি খান (২১) ও অনিক আহম্মেদ (২৯)।
এছাড়া মোহাম্মদপুর এলাকায় পরিচালিত অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন—মোরশেদা আক্তার (৩৮), মুন্না ইসলাম (২৩), আদনান হোসেন ইমন (২৪), ইব্রাহিম (২৭), আল আমিন (১৯), ইমন (২৫), হাবিবুর রহমান হাবু (৩৪), রবিউল আউয়াল (২১), খোরশেদ আলম (২৮), আল আমিন ওরফে রুবেল (২৭), সজল (২২), রেজওয়ান ওরফে ঈশান (১৬), সিফাত ওরফে মুসা (১৯), শিমুল (২০), পারভেজ মিয়া (২৬), হৃদয় (২৬), আবু রায়হান (২৮), সাগির (৫২), আবু বক্কর সিদ্দিক (৪২), শহীদ মিয়া (৩৫), হৃদয় (১৮) ও সেলিম (৩২)।
অভিযানে তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, ১৭০ পুরিয়া গাঁজা এবং দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তালেবুর রহমান।