টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে লক্ষ্য করে গুলি, টেকনাফে অস্ত্রসহ গ্রেপ্তার ১১
টেকনাফে ডাকাতির প্রস্ততির খবর পেয়ে অভিযানে যাওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দলের উপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। এরপর অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বন্দুক-দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাশিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।
তিনি জানান, আজ ভোররাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি ব্লকের বিকাশ মোড়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএনের ৫টি টিম অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে। পরে বল কার্তুজ এবং লিডবল কার্তুজ ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কৌশলগত অভিযানের পর শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ডাকাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তৈরি তলোয়ার, একটি রামদা, একটি চাকু, একটি দেশীয় অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়। ৪০/৪৫ জন সহযোগী ডাকাতসহ ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে।
গ্রেপ্তারদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসার পথে সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আরও ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।