নগরের কোতোয়ালী রুমঘাটা আবাসিক এলাকায় ঘরে মিলল নিরাপত্তারক্ষীর লাশ
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার নবাব সিরাজুদ্দৌলাহ রোড এলাকা থেকে সুভাষ দেবনাথ (৫৫) নামে নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রুমঘাটা আবাসিক এলাকার সামনে একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুভাষ দেবনাথ, তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও গত ২৫ বছর ধরে নগরের হাজারী গলি এলাকায় বসবাস করে। তিনি ওই ভবনের নিরাপত্তারক্ষীর হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দরজা বন্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।