চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: মৃত্যুপুরী থেকে মুক্তি চায় জনতা,৬ লেনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি, কক্সবাজার’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন এবং মহাসড়কের বর্তমান অবস্থার তীব্র সমালোচনা করেন। মানববন্ধনে প্রধান উপদেষ্ট ড. মুহম্মদ ইউনূস-এর প্রতি ভুক্তভোগী জনতা আবেদন জানিয়েছেন। মহাসড়ক এখন ‘মৃত্যুপুরী’
বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি বর্তমানে একটি ‘মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে। সরু সড়ক আর অতিরিক্ত যানবাহনের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে পর্যটকসহ সর্বস্তরের মানুষের প্রাণহানি হচ্ছে। অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন। ৩০ বছর আগে নির্মিত এই সড়কটি এখনকার বিপুল যানবাহনের চাপ সামলানোর জন্য মোটেও উপযুক্ত নয়। এতে পর্যটন শিল্পের অগ্রগতিও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই যেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
জনতার দাবি ৬ লেন, না হলে বৃহত্তর আন্দোলন
’চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি’ ও ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা’র সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় এই কর্মসূচি পরিচালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন:
কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ এম এরশাদ সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদার
সদস্য সচিব নাজিম উদ্দিন সদস্য কামরুল হাসান
আমরা কক্সবাজারবাসীর সভাপতি শফিনা আজিম
সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সম্মিলিত নাগরিক পরিষদ রামু সভাপতি কবি মোঃ আলম রামু প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ খেলাঘর কক্সবাজার জেলা সভাপতি কবি জসিম উদ্দিন জাতীয় ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী
ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিজবাহ উদ্দীন
ছাত্র নেতা রহিম চৌধুরী বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রবিন বক্তারা আরও বলেন, কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। এই গণদাবি বাস্তবায়নে কোনো গড়িমসি করা হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে আরও অংশগ্রহণ করে সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও, শামসুল আলম মানবিক ফাউন্ডেশন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাব, কক্সবাজার জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতি, জাতীয় ইমাম সমিতি ঈদগাঁও উপজেলা, কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপ, কক্সবাজার অটোরিকসা, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও শাখা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা, কক্সবাজার ট্রাক মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন, নাপিতখালী পরিবহন (ট্রাক) শ্রমিক ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।