বাকলিয়ায় সাজা পরোয়ানাপ্রাপ্ত ৬ আসামি গ্রেপ্তার
সিএমপির বাকলিয়া পুলিশ গত ২৪ ঘন্টায় দুইটি সিআর সাজা ও মোট ১৫টি মূলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল করেছে।
অভিযান চলাকালীন জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় জিআর ও সিআর মামলার ৬ আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন চিন্ময় বড়ুয়া (পশ্চিম বাকলিয়া) – ২টি সিআর সাজা, ১টি জিআর ও ৩টি সিআর পরোয়ানাভুক্ত, সোহেল (রাজাখালী, বাকলিয়া) – ৪টি জিআর পরোয়ানাভুক্ত, মোহাম্মদ ওসমান আলী (বাকলিয়া) – ২টি জিআর পরোয়ানাভুক্ত, মোঃ সুমন (বাকলিয়া) – ১টি জিআর পরোয়ানাভুক্ত।
ওসি ইখতিয়ারউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামিকে আদালতে পাঠিয়ে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
পুলিশ বলেছে, অভিযানটি আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমের অংশ।