1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাকলিয়ায় গ্যারেজ মালিক হত্যা : ৮ ঘণ্টার মধ্যে দুই খুনি গ্রেপ্তার নগরের খাজা রোড মাইজপাড়ায়, পানি কারখানা সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ফিরিঙ্গিবাজার মোহাম্মদীয়া বেকারিতে চসিক ম্যাজিস্ট্রেট যা দেখলেন নির্বাচনী সংবাদ সংগ্রহে নিরাপত্তা চাইলেন সাংবাদিকরা, আশ্বাস উপদেষ্টার চান্দগাঁওয়ে পরকীয়ার জেরে স্ত্রী আর প্রেমিকের হাতে স্বামী খুন চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার সেন্টমার্টিন সমুদ্রে ভাসতে থাকা ট্রলারসহ ৩ জেলে উদ্ধার যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত:উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জশনে জুলুসে শরবত বিতরণ করেন জামায়াত নেতা : ডা.আবু নাছের চবির সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিলেন : স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

মীর সালাউদ্দিন
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ জলদস্যু চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র, লুণ্ঠিত মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, কোতোয়ালী থানার পুরাতন ফিশারিঘাটের ১ নম্বর লোহার ব্রিজসংলগ্ন কর্ণফুলী নদীতে দুটি ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আসিফ উদ্দিন তামিম (২২), মো. ফাহাদ আহম্মদ (২০), তাপস ধর (২৫), পরিমল সাহা (৪৮), মো. নবী (২৮), মো. রাজিব (২৫), মো. হৃদয় (২০) ও বোটের মাঝি হরি চন্দ্র দাস (৪০)। তবে তাদের সহযোগী অন্তত আরও ১০ থেকে ১১ জন নদীতে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা। তার সঙ্গে ছিলেন এসআই আরিফুল আলম ও এসআই বিকাশ সাহা। এ সময় দুটি বোটের ভেতর থেকে রামদা, লোহার হাতলযুক্ত দা, বল্লম, তলোয়ার, রড, শাবল, হুকসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে হরি চন্দ্র দাসকে নগরের সদরঘাটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও একটি চাইনিজ কুড়াল, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন সেট মোবাইল ও ছয়টি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা এর আগে সন্দ্বীপ, হাতিয়া, কুমিরা চ্যানেল, পতেঙ্গা ও কর্ণফুলী নদীতে একাধিকবার ফিশিং বোটে ডাকাতি করেছে। তারা অস্ত্র প্রদর্শন করে জেলে ও শ্রমিকদের কাছ থেকে মাছ, জাল, মোবাইল ফোন ও নগদ অর্থ লুটে নিত। আতঙ্ক সৃষ্টি করতে রকেট ফ্লেয়ারও ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, “এটি একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। তারা দীর্ঘদিন ধরে সাগর ও নদীতে ডাকাতি চালিয়ে আসছিল। অভিযান চালিয়ে চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট