সীমান্ত থেকে অস্ত্র এনে ভাড়ায় অপরাধ করতো চক্র, গ্রেপ্তার ৬
সীমান্ত থেকে অস্ত্র এনে ভাড়ায় অপরাধ করতো চক্র, গ্রেপ্তার ৬ সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদারসহ অন্যরা।
রাজধানীর ভাটারা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে র্যাব-২ তাদের আটক করা হয়।
র্যাব জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করত। এসব অস্ত্র ভাড়ায় দিয়ে কিংবা নিজেরাই কন্ট্রাক্ট নিয়ে জমি দখল, খুন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ সংঘটিত করত।
গ্রেপ্তাররা হলেন, রকিবুল হাসান ফ্রান্স (৩৫), রিয়াজুল ইসলাম (৩৫), কামরুজ্জামান ওরফে নাইম (২৭), আলম (৩৩), আল-আমিন (৩০) ও নয়ন (৩২)।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর ভাটরা থানা এলাকার তিনশ ফিট ও আশপাশের এলাকায় অস্ত্রের প্রদর্শন করে সাধারণ মানুষকে ভীত করে জমি দখল, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ করত।
অস্ত্র সংগ্রহের উৎস সম্পর্কে জানতে চাইলে র্যাব কর্মকর্তা জানান, আসামিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করত। পরে সেগুলো ভাড়ায় দিত কিংবা নিজেরাই বিভিন্ন অপরাধে ব্যবহার করত।
আবারও আসামিরা মুক্তি পেয়ে অপরাধে জড়িয়ে পড়ে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদালতের বিষয়। একজন অপরাধী যতবার অপরাধ করবে, আমরা ততবারই তাদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করবো। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।