মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছে পিংকি মণি নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী।
নিখোঁজ পিংকি মণি আপন খালাতো বোনকে নিয়ে একসঙ্গে গোসল করতে নামে মাতামুহুরী নদীর চিরিঙ্গাস্থ স্টেশন পাড়া পয়েন্টে। বাড়ির কাছের নদীতে গোসল করতে নামার পর পরই হঠাৎ তলিয়ে যেতে থাকে তারা। এ সময় একজন সাঁতরে কূলে উঠতে পারলেও অপরজন চোরাবালিতে আটকা পড়ে।
এমন সময় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও পিংকি মণির হদিস মিলছেনা।
স্থানীয়রা জানিয়েছেন- দুপুর বারোটার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পিংকি মণিসহ তার খালাতো বোনের বাড়ি চকরিয়া পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকায়।
এদিকে নিখোঁজ হওয়ার পর থেকে পিংকি মণির স্বজনসহ উৎসুক মানুষেরা নদীর তীরে ভিড় জমিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পিংকিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বা অন্য কোন সরকারি সংস্থার তত্পরতা লক্ষ্য করা যায়নি। তবে স্থানীয়ভাবে জেলেরা জাল ফেলে সম্ভাব্য স্থানে পিংকিকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যেতে দেখা যায়।