1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

রাজধানীর কদমতলী পাটেরবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

মনজুর হোসেন শাহিন
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী পাটেরবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তার বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু রাকিব ও তন্ময় জানান, বাবুর বাসা কদমতলী থানার শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত সদর আলী।

বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বন্ধুরা আরও জানান, রাত আনুমানিক ৯টার দিকে পাটেরবাগ এলাকার আলআকসা মসজিদের গলিতে এলাকার কিছু ছোট ভাইয়ের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে একজন তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে ঘটনাটি জানতে পেরে বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের সঙ্গে কী নিয়ে তর্কাতর্কি হয়েছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তার বন্ধুরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। তার গলার বাম পাশে ছুরিকাঘাত ছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট