1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের ৮০ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার পঁচা বরই ও তেতুল দিয়ে ‘সুস্বাদু’ আচার তৈরি,অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা আনোয়ারা পারকি সৈকতে নির্মাণকাজ পরিদর্শনে : পর্যটন উপদেষ্টা কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের মৃত্যুদণ্ড কক্সবাজার পেকুয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত ৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ বাকলিয়া রাজাখালী ৪ কারখানা থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ,৫ লাখ টাকা জরিমানা বাকলিয়ায় ১২ ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিল সিডিএ চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

টেকনাফের নাইক্ষ্যংদিয়া থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মনছুরুল ইসলাম চৌধুরী - কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

টেকনাফের নাইক্ষ্যংদিয়া থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি..

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা এসব জেলেদের অপহরণ করেছে জানিয়েছেন অন্যান্য জেলেরা।

অপহৃত জেলেরা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। আরেকজনের নাম জানা যায়নি। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

অপহৃত জেলেদের বহনকারী নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকার যায়। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা আবার ঘাটের উদ্দেশে রওনা করে। এসময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি এবং সংশ্লিষ্টদের অবহিত করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে, ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারের পক্ষ থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত অবহিত করেনি। এ বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে, গত ৫ ও ১২ আগস্ট দুই দফায় নাফ নদী থেকে মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

বিজিবি বলছে, গত আট মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয় এবং ২৭টি ট্রলার–নৌকা ফেরত আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট