মীর সালাউদ্দিন
হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান; ১ লাখ টাকা জরিমানা..
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে মা মাছের ক্ষতি করার অভিযোগে এক অবৈধ ইঞ্জিনচালিত বোট/বালুর ড্রেজার চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রামদাস মুন্সীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানাটি আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব।