এম কে আলম চৌধুরী
সেনাবাহিনীর বিশেষ অভিযানে,পেটের ভেতর ইয়াবা, পাচারকারী কে আটক…
পাকা কলা দিয়ে মোড়ানো ছোট ছোট ইয়াবা প্যাকেট। তাও আবার ১ বা ২টি নয়, ৪৭ প্যাকেট ইয়াবা। যা গিলে ফেলে পাচার করতো পেটের ভেতর দিয়ে। যেখানে ছিল ২ হাজার ৩৫০টি ইয়াবা।
এই অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাতে কক্সবাজার শহরস্থ কলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোঃ আব্দুল্লাহ (২০), টেকনাফের লেদা ক্যাম্পের এলএমএস-২৪, সি-ব্লকের বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, মাদক পাচার চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় কক্সবাজার হতে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে। দীর্ঘদিন ধরে এই বিশেষ চক্রটিকে আটক করার জন্য গোয়েন্দা নজরদারি চলমান ছিল।
“তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কক্সবাজার শহরস্থ কলাতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আব্দুল্লাহ (২০) নামের রোহিঙ্গাকে আটক করা হয়। আব্দুল্লাহ স্বীকার করে, সে পাকা কলার মাধ্যমে ছোট ছোট ইয়াবা প্যাকেট গিলে ফেলে পেটের ভেতর করে পাচার করে। সে মোট ৪৭টি ইয়াবা প্যাকেট পাকার কলার মাধ্যমে গিলে ফেলেছে। পরবর্তীতে আটক রোহিঙ্গা আব্দুল্লাহকে আর্মি ক্যাম্প (৯ইবি) তে আনা হয় এবং পেট হতে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ৪৭ প্যাকেট ইয়াবা বের করা হয়। যেখানে ২ হাজার ৩৫০টি ইয়াবা ছিল। এরপর তাকে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”
সেনাবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান চলবে নিয়মিত এবং গডফাদারদের ধরতেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।