এম কে আলম চৌধুরী
৩ দিনের সফরে আজ কক্সবাজার আসছেন সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে আজ শুক্রবার কক্সবাজার আসছেন।
তাকে বহনকারী বিমান আজ বিকালে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করবে। সেখান থেকে বিকাল ৫টায় তিনি গ্রামের বাড়ি পেকুয়ায় যাবেন এবং রাত ৮টায় মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানা ও সাইদুল উলুম এতিমখানার বার্ষিক অনুষ্ঠানে যোগদান করবেন।
পরদিন শনিবার সকাল ১১-১২টায় পর্যন্ত ঘন্টাব্যাপী নবগঠিত পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করবেন। একইদিন বিকাল ৩টায় চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগদান করবেন। রাত ৮টায় পেকুয়া উপজেলার দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
রবিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।