1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের জেল

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

এম কে আলম চৌধুরী

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের জেল

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক (২২) নামে এক ‍যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এসএম জিল্লুর রহমান এ আদেশ ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তারিকুল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, কক্সবাজার পৌরসভাধীন হিলটপ সার্কিট হাউজ সড়কে এক মার্কিন নাগরিক ১০ মার্চ যৌন নিপীড়নের শিকার হন।

বাদীনির অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ছয় ঘণ্টার মধ্যে আসামি তারিকুলকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ আসামি তারিকুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে।
জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার কক্সবাজার জেলায় আগমনের কয়েকদিন আগে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ দ্রুততম সময়ে যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট