1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ জয়নাল আবেদীন

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ারা উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈমা আকতার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) ভোররাত আনুমানিক ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈমা স্থানীয় বক্সিমিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে এবং রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, রাতে মা ও ছোট বোনের সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিল নাঈমা। হঠাৎ রাত দুইটার দিকে সে শারীরিক অস্বস্তি অনুভব করে এবং তখনই দেখা যায়—একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছে। দ্রুতই তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে পথেই তার মৃত্যু হয়।

নাঈমার চাচা কফিল উদ্দিন বলেন, ‘ঘুমের মধ্যেই সম্ভবত গর্ত থেকে বেরিয়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। গর্ত ও আশপাশ খুঁজেও সাপটিকে পাওয়া যায়নি, তবে কামড়ের চিহ্ন দেখে বুঝতে পারি এটি বিষধর ছিল। দেরী না করে তাকে আমরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কিশোরীটিকে সাপের কামড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট