1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

বগি রেখে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

এম কে আলম চৌধুরী

বগি রেখে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস রেখে যাওয়া বগি..
চট্টগ্রাম: ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই স্থানে বগি রেখেই ছেড়ে এসেছে ট্রেনটি।

শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বোয়ালখালী গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর বাংলানিউজকে জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটির কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন বগিটি রেল লাইনে রেখে এবং বগিতে থাকা যাত্রীদের অন্য বগিতে নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে।
বর্তমানে চট্টগ্রাম স্টেশনে রয়েছে ট্রেনটি। নতুন আরেকটি বগি লাগিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে।

আরেকটা বগি সংযোজন করতে কিছুটা সময় লাগছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে।

এদিকে, কক্সবাজার রেললাইনে বগি আটকে থাকায় বর্তমানে এই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেনও আটকে গেছে।

রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট